• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

মার্চে সোনালী লাইফের গ্রস প্রিমিয়াম আয় ৬৮ কোটি ৮৪ লাখ টাকা


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১, ২০২৪, ১০:৫৩ এএম
মার্চে সোনালী লাইফের গ্রস প্রিমিয়াম আয় ৬৮ কোটি ৮৪ লাখ টাকা

ঢাকা: চতুর্থ প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবসায়িক অগ্রগতি অব্যাহত রয়েছে। সদ্য সমাপ্ত মার্চ মাসে কোম্পানিটির গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৬৮ কোটি ৮৪ লাখ ১০ হাজার ৯১২ টাকা। এরমধ্যে প্রথম বর্ষ প্রিমিয়াম ৩২ কোটি ১২ লাখ ৫৫ হাজার ২১৪ টাকা। আর রিনিউয়াল প্রিমিয়াম ৩৬ কোটি ৭১ লাখ ৪৫ হাজার ৭১২ টাকা। ২০২৩ সালের মার্চে কোম্পানিটির গ্রস প্রিমিয়াম আয় হয়েছিলো ৫৬ কোটি ২ লাখ ৪৯ হাজার ৫১২ টাকা। সেই হিসেবে এক বছরে গ্রোথ হয়েছে ২২ দশমিক ৫০ শতাংশ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শুধু গ্রস প্রিমিয়াম আদায়ই নয়; বীমা দাবি পরিশোধেও ধারাবাহিকতা অব্যাহত রেখেছে জীবন বীমা প্রতিষ্ঠানটি। মার্চ মাসে এক হাজার ১৮৫টি এসবি বা পার্ট ম্যাচিউরিটি বাবদ কোম্পানিটি পরিশোধ করেছে ৩ কোটি ৩৯ লাখ ৩১ হাজার ৩৭২ টাকা।

মার্চ মাস পর্যন্ত ৬৬৫টি ফুল ম্যাচিউরিটি বাবদ পরিশোধ করেছে ১৫ কোটি ৩৫ লাখ ২৩ হাজার ৬৯০ টাকা। শুধু মার্চ মাসে ৪৩টি মৃত্যু বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৬৪ লাখ ৬২ হাজার ৩৩৭ টাকা। এ সময়ে গ্রুপ বীমার আওতায় একটি মৃত্যু বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ২ লাখ টাকা।

মার্চ মাসে সোনালী লাইফ ৩৩টি সাপলিমেন্টারি বীমা দাবি বাবদ ৬ লাখ ৯১ হাজার ৮৫০ টাকা পরিশোধ করেছে। এ মাসে ২৩টি গ্রুপ সাপলিমেন্টারি বীমা দাবির বিপরীতে পরিশোধ করেছে ৯ লাখ ৭৭ হাজার ৮৫৪ টাকা। মার্চ মাসে কোম্পানিটি নতুন পলিসি বিক্রি করেছে ১৭ হাজার ৬৩৭টি।

চলতি বছরের প্রথম ৩ মাস অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সোনালী লাইফ ৩ হাজার ৬২৪টি এসবি বা পার্ট ম্যাচিউরিটি বাবদ ১০ কোটি ৮৬ লাখ ১৪ হাজার ৮২৮ টাকা পরিশোধ করেছে। আলোচ্য সময়ে এক হাজার ৫৫৩টি ফুল ম্যাচিউরিটি বাবদ সোনালী লাইফ পরিশোধ করেছে ৪০ কোটি ৯১ লাখ ৬৫ হাজার ৪৮৯ টাকা।

গত ৩ মাসে কোম্পানিটি ১২৬টি মৃত্যু বীমা দাবি বাবদ পরিশোধ করেছে এক কোটি ৭৯ লাখ ৭৭ হাজার ৬৫৮ টাকা। এ সময়ে গ্রুপ বীমার আওতায় ১৩টি মৃত্যু বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৩৭ লাখ টাকা।

জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সোনালী লাইফ ৭৬টি সাপলিমেন্টারি বীমা দাবি দিয়েছে। এ জন্য কোম্পানি ব্যয় করেছে ১২ লাখ ৯১ হাজার ৮৫৮ টাকা। আর ৭৩টি গ্রুপ সাপলিমেন্টারি বীমা দাবি বাবদ দিয়েছে ২৬ লাখ ৫১ হাজার ৮০০ টাকা ।

২০২৪ সালের প্রথম তিন মাসে কোম্পানিটি গ্রস প্রিমিয়াম সংগ্রহ করেছে ২০২ কোটি ৪৬ লাখ ৯০ হাজার ৯৬২ টাকা। ২০২৩ সালের প্রথম তিন মাস অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত গ্রস প্রিমিয়াম আয় হয়েছিলো ১৫৬ কোটি ৬৩ লাখ ৯৯ হাজার ৭১৮ টাকা।

এআর

Wordbridge School
Link copied!