• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ডিএসই-সিএসইর সঙ্গে ক্রাফটসম্যানের ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনের চুক্তি


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২২, ২০২৪, ১১:০৩ এএম
ডিএসই-সিএসইর সঙ্গে ক্রাফটসম্যানের ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনের চুক্তি

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

রোববার (২১ এপ্রিল) নিকুঞ্জস্থত ডিএসই টাওয়ারে ডিএসইর এসএমই বোর্ডে কোম্পানিটির তালিকাভুক্তির জন্য ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনের বিষয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিএসইর ডেপুটি জেনারেল ম্যানেজার হাসনাইন বারী, ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজের ব্যবস্থাপনা পরিচালক সাদাত হোসেন সেলিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজের পরিচালক এবং প্রাইলিংক সিকিউরটিজ লিমিটেডের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের পরিচালক মাহে আলম ও সারা হোসেন, ডিএসইর মহাব্যবস্থাপক মো. ছামিউল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান এবং সিএসইর তানিয়া বেগম।

ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের সাবস্ক্রিপশন আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলবে।

এআর

Wordbridge School
Link copied!