• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

রূপালী ব্যাংকের ৬৭৯ কোটি টাকার শেয়ার ইস্যুর ঘোষণা 


নিজস্ব প্রতিবেদক মে ২, ২০২৪, ১২:২২ পিএম
রূপালী ব্যাংকের ৬৭৯ কোটি টাকার শেয়ার ইস্যুর ঘোষণা 

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসি প্রায় ৬৭৯ কোটি ৯৯ লাখ টাকার সাধারণ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

ব্যাংকটির ৯ম বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার (০২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

সরকারি ইক্যুইটির বিপরীতে রূপালী ব্যাংক ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। যেখানে ৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের দাম হবে ১৫ টাকা। 

ফলে আলোচ্য পরিমাণ শেয়ার ইস্যুর মাধ্যমে রূপালী ব্যাংক পুঁজিবাজার থেকে ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা উত্তোলন করবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের অনুকূলে উল্লেখিত শেয়ার ইস্যু করা হবে।

এআর

Wordbridge School
Link copied!