• ঢাকা
  • বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

ডিএসইর সঙ্গে বিএমবিএ’র বৈঠক আজ 


নিজস্ব প্রতিবেদক মে ১৪, ২০২৪, ০৯:২৯ এএম
ডিএসইর সঙ্গে বিএমবিএ’র বৈঠক আজ 

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) শেয়ারবাজারের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সঙ্গে বৈঠক করবে। এ লক্ষ্যে বিএমবিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছে ডিএসই।

মঙ্গলবার (১৪ মে) বিকাল ৩টায় ডিএসইতে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক এটিএম তারিকুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে বিএমবিএ’র প্রেসিডেন্ট ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী ও মহাব্যবস্থাপক মাজেদা খাতুনকে এই আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

চিঠিতে বলা হয়, বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে আপনার নিরলস প্রচেষ্টা এবং অবদানের প্রশংসা করি। ডিএসইর ম্যানেজমেন্ট মঙ্গলবার (১৪ মে) বিকাল ৩টায় রাজধানীর নিকুঞ্জে ডিএসইর বোর্ড রুমে বিএমবিএ’র অংশীজনদের সাথে শেয়ারবাজারের উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা সভা করবে। সভায় সভাপতিত্ব করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ডা. হাফিজ মো. হাসান বাবু।

এতে বিএমবিএ’র প্রতিনিধিদের সভায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়।

এআর

Wordbridge School
Link copied!