• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

প্যানেলের মাধ্যমে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন


নিজস্ব প্রতিনিধি নভেম্বর ২৩, ২০২১, ০৬:৫৭ পিএম
প্যানেলের মাধ্যমে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন

ছবি : সংগৃহীত

ঢাকা : প্যানেলের মাধ্যমে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন প্যানেল প্রত্যাশীরা। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন করতে চাইলেও প্রশাসনিক বাধায় তারা সেখানে দাঁড়াতে পারেননি। পরে দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বারবার আশ্বাস দিয়েও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমরা সারা বাংলাদেশে মানববন্ধন করেছি। আন্দোলন করেছি প্রেসক্লাবে। ইতোপূর্বে আমরা একটানা ৬০ দিন অবস্থান কর্মসূচি পালন করেছি। আজকে আমরা যখন অধিদপ্তরের সামনে মানববন্ধন করতে গেলাম, তখন আমাদের তাড়িয়ে দেওয়া হলো। আর কতো আন্দোলন করতে হবে আমাদের।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ প্যানেল বাস্তবায়নে যৌক্তিকতার কথা উল্লেখ করে বক্তারা বলেন, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ  হয়েছে প্রাথমিক শিক্ষা। দেশের অনেক বিদ্যালয়ে বর্তমানে দুই-একজন করে শিক্ষক দিয়ে কোনো মতে শিক্ষাকার্যক্রম চলছে। তাই দ্রুত প্যানেল নিয়োগ দিলে শিশুদের মৌলিক অধিকার রক্ষা হবে।

এছাড়াও স¤প্রতি সংকট বিবেচনা করে ভাইভা ছাড়াই মিডওয়াইফ নিয়োগ, নার্স, বিসিএস, ব্যাংকসহ বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে প্রাথমিকে কেন নয়। বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্য পদ ও কোটা পূরণ না করেই নিয়োগ কার্যক্রম শেষ করে হাজার হাজার মামলায় দিশেহারা কর্তৃপক্ষ। প্যানেলের পক্ষে ১৮৩ জন সংসদ সদস্য মত প্রদান করে লিখিত ডকুমেন্ট ডিও লেটার প্রদান করেছেন। তাই এখন প্যানেলের মাধ্যমে নিয়োগ সময়ের দাবি। এটি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা।

নেতৃবৃন্দ উল্লেখ করেন,  ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শিক্ষাকে এগিয়ে নিতে একসাথে ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় ও এক লাখের বেশি শিক্ষককে জাতীয়করন করেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী নিজেও ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩ টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করন করেন। এতে করে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যুগোপযোগী সিদ্ধান্ত গৃহীত হয়ে তা বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর আদর্শে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ প্যানেল প্রত্যাশীরা। তাই তাদের দাবি বাস্তবায়ণ এখন সময়ের দাবি।  

সোনালীনিউজ/এমএএইচ      

Wordbridge School
Link copied!