• ঢাকা
  • শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ডেঙ্গুতে মৃত্যু ৭০০ ছাড়ালো


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৮, ২০২৩, ০৭:৪৬ পিএম
ডেঙ্গুতে মৃত্যু ৭০০ ছাড়ালো

ঢাকা: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সারাদেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ঢাকায় ১১ এবং ঢাকার বাইরে ৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৬ জনে। 

অন্যদিকে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭৬ জন ডেঙ্গুরোগী। 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৪২ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩৪ জন ডেঙ্গু রোগী।

বর্তমানে সারা দেশে ৯ হাজার ৭৩০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৪৬৫ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৪ হাজার ১৭ জন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৫৮৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৫ হাজার ১৪ জন ও ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা ৭৭ হাজার ৫৭৩ জন।

এ পর্যন্ত ডেঙ্গু থেকে সেরে উঠেছেন ১ লাখ ৩২ হাজার ১৫১ জন। ঢাকা ৬০ হাজার ২৪১ জন এবং ঢাকার বাইরে সুস্থ হয়েছেন ৭১ হাজার ৯১০ জন।

 

আইএ

Wordbridge School
Link copied!