• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

অবশেষে বাইডেনকে চীনের প্রেসিডেন্টের শুভেচ্ছা


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২৬, ২০২০, ১২:৫৯ পিএম
অবশেষে বাইডেনকে চীনের প্রেসিডেন্টের শুভেচ্ছা

জো বাইডেন ও শি জিনপিং

ঢাকা: যুক্তরাষ্ট্রের নির্বাচিত-প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বুধবার (২৫ নভেম্বর) বাইডেনের কাছে পাঠানো শুভেচ্ছাবার্তায় দুই দেশের মধ্যে সৌহার্দপূর্ণ ও স্থিতিশীল দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার আশা জানিয়েছেন শি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে। করোনা মহামারি, বাণিজ্যযুদ্ধ, হংকংসহ বিভিন্ন ইস্যুতে বিশ্বের দুই পরাশক্তির মধ্যকার সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রে গত ৩ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের বিপরীতে বাইডেন বড় জয় পাওয়ার পর চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় বাইডেনকে অভিনন্দন জানালেও প্রেসিডেন্ট শি ছিলেন নিশ্চুপ।

গতকাল নীরবতা ভেঙে বাইডেনকে পাঠানো অভিনন্দন বার্তায় শি বলেছেন, ‘বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কেবল দেশ দুটির জনগণের মৌলিক স্বার্থের জন্যই কাম্য নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়ও এটিই আশা করে।’

বাইডেনের ক্ষমতাহস্তান্তর দলের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘আমরা প্রেসিডেন্ট শি ও অন্য বিশ্বনেতাদের যারা শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই।’

একইদিনে যুক্তরাষ্ট্রের নতুন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কুইসান।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!