• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

পাঁচ ঘণ্টা পর রাশিয়া-ইউক্রেন বৈঠক শেষ


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১, ২০২২, ০৯:১৬ এএম
পাঁচ ঘণ্টা পর রাশিয়া-ইউক্রেন বৈঠক শেষ

ঢাকা : পাঁচ ঘণ্টা পর রাশিয়া ও ইউক্রেনের প্রথম শান্তি আলোচনা শেষ হলো। আলোচনা আরো চালিয়ে উভয় দেশ সম্মত হয়েছেন বলে সংবাদ সংস্থা আল জাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলারুশ সীমান্তে আলোচনা শেষে দুই পক্ষই পরামর্শের জন্য তাদের রাজধানীতে ফিরে গেছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক।

আলোচনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পরবর্তীতে ২৪ ঘণ্টাকে খুব গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।  ইউক্রেনে রাশিয়ার হামলার গতি কমেছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।  ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত ১৪ শিশুসহ ৩৫২ বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে।  এদিকে, রাশিয়ার পারমাণবিক বাহিনীকে এখনো উচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার হামলা চালানোর পঞ্চম দিনে প্রথম বারের মতো দুই দেশের মধ্যে আলোচনা বৈঠক হলো। রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভ্লাদিমির মেদিনস্কি। আর ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী আলেক্সি রেজনিকভ। পরবর্তীতে শান্তি আলোচনা আরো কয়েক ধাপে সংঘটিত হবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা, তাস

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!