• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রান্নাঘরের তেল চিটচিটে দেয়াল পরিষ্কার করবেন যেভাবে


লাইফস্টাইল ডেস্ক মে ২৩, ২০২২, ১২:৪৯ পিএম
রান্নাঘরের তেল চিটচিটে দেয়াল পরিষ্কার করবেন যেভাবে

ঢাকা : রান্নাঘরেই খাবার তৈরি করা হয়। খাবার তৈরি করতে গিয়ে কাটাকুটি করা, থালা-বাসন ধোয়া সবই রান্নাঘরেই হয়। রান্নার সময় রান্নাঘরের দেয়াল বিশেষ করে চুলার আশপাশের দেওয়াল বা টাইলস তেল চিটচিটে হয়। তবে এগুলো নিয়মিত পরিষ্কার না করলে ময়লা জমে যায়।

কয়েকটি উপায় মানলে কিন্তু খুব সহজেই পরিষ্কার করা যায় তেল চিটচিটে রান্নাঘরের টাইলস। সেক্ষেত্রে কী করণীয় চলুন তবে জেনে নেওয়া যাক-

  • রান্নাঘরের সিংক বা টাইলসে তেলের আস্তরণ পড়লে, ওই স্থানে লেবুর রস ছড়িয়ে কিছুক্ষণ স্থানটিতে বরফ ঘষে নিন। দেখবেন নোংরা পরিষ্কার হয়ে তেলচিটে ভাব চলে গেছে।

 

  • পানির সঙ্গে ভিনেগার মিশিয়েও বরফ জমিয়ে সেটা দিয়েও সরাসরি পরিষ্কার করতে পারেন তেল চিটচিটে টাইলস।

 

  • ২ পানিতে ২ কাপ ভিনেগার মিশিয়ে ওই মিশ্রণ একটি স্প্রে বোতলে ভরে টাইলসে স্প্রে করে কিছুক্ষণ রেখে নি। তারপর সাবান পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে টাইলস।

 

  • পরিষ্কারক হিসেবে ব্লিচ বেশ জনপ্রিয়। অনেকদিনের জমা তেল ও ময়লা পরিষ্কার করা বেশ কষ্টকর। সেক্ষেত্রে পানির সঙ্গে ব্লিচ মিশিয়ে টাইলসে ঘষলেই উঠে যাবে ময়লা। তারপর একটি কাপড় দিয়ে মুছে নিন।

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!