• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তেজগাঁও কলেজে ‘কৃষ্ণকুমারী’ নাটকের সফল মঞ্চায়ন


নিজস্ব প্রতিবেদক মার্চ ৭, ২০২৪, ০৪:৫০ পিএম
তেজগাঁও কলেজে ‘কৃষ্ণকুমারী’ নাটকের সফল মঞ্চায়ন

ঢাকা: ‘কৃষ্ণকুমারী’ মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক।নাটকটির উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিংহ, জগৎসিংহ,ধনদাস প্রমুখ।

তেজগাঁও কলজের প্রিন্সিপাল আবদুর রশীদ অডিটোরিয়ামে ‘কৃষ্ণকুমারী’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।বুধবার (৬ মার্চ) দুপুর ১.৩০ ঘটিকায় থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ তেজগাঁও কলেজের প্রযোজনায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় সফলভাবে নাটকটির প্রথম মঞ্চায়ন সম্পন্ন হয়।

নাটকটি মঞ্চায়নের উদ্বোধন করেন বরেণ্য শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার বজলুল হক।এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শফি আহমেদ।  অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ।

নাটকটি নির্দেশনা দিয়েছেন তেজগাঁও কলেজ থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় শিক্ষক নওরীন সাজ্জাদ ও ড. লতা সমদ্দার।অত্র বিভাগের ছাত্র-ছাত্রীদের একনিষ্ঠ অংশগ্রহণ এবং অভিনয়ে কৃষ্ণকুমারী নাটকের সফল মঞ্চায়ন দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

এছাড়াও নাটকটির নান্দী রচনা করেছেন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজের বিভাগীয় প্রধান ড. জাহারাবী রিপন।মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন অত্র বিভাগের শিক্ষক সৈয়দ মুহাম্মদ জুবায়ের। নাটকটির আলোক পরিকল্পনা এবং আলোক প্রক্ষেপণ করেছেন বিভাগীয় শিক্ষক আতিকুল ইসলাম।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির 'চিরায়ত বাংলা নাটকের মঞ্চায়ন শীর্ষক কর্মসূচির আওতায় নাটকটির প্রথম মঞ্চায়ন সম্পন্ন হয়েছে।এছাড়াও আগামী ০৮ মার্চ সন্ধ্যা ৬:৩০ মিনিটে একই মঞ্চে নাটকটি মঞ্চস্থ হবে।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মানিয়া আক্তার সাদিয়া (কৃষ্ণকুমারী),রাইসুল ইসলাম রোমান (রাজা জগৎসিংহ), মো: জাহিদুল ইসলাম (রাজা ভীমসিংহ),সানজিদা আক্তার(মদনিকা),শেখ সায়েম হোসেন (ধনদাস), মারুফা আক্তার মিম (বিলাসবতি),তাসনোভা সানজিদা(অহল্যাদেবী),তূর্য দত্ত (বলেন্দ্রসিংহ),মোছা: আফসানা খানম মীম (তপস্বিনী),মো: নয়ন ইসলাম লিংকন (মন্ত্রী নারায়ণ মিশ্র),ফজলে রাব্বি মুন্না (মন্ত্রী সত্যদাস),বাধন হালদার (ভৃত্য রামপ্রসাদ),মো:সজিব হোসাইন (মরুদেশের দূত), রাহিম চৌধুরী সাগর (উদয়পুরের রক্ষক) এবং সখী চরিত্রে জাহিন পারসা জেসি,জেনিফার আহমেদ,তাকরিমা তাসনিম প্রীতি।

আইএ

Wordbridge School
Link copied!