তানোরে ২২০ জন শিক্ষার্থীকে ইসলামী ছাত্র শিবিরের কোরআন উপহার

  • রাজশাহী ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২, ২০২৫, ১০:২৪ পিএম
তানোরে ২২০ জন শিক্ষার্থীকে ইসলামী ছাত্র শিবিরের কোরআন উপহার

রাজশাহী: রাজশাহীর তানোরে ২২০ জন শিক্ষার্থী পেলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দেয়া উপহার আল কোরআন। 

এ উপলক্ষে রোববার (১লা জুন) বিকালে সরনজাই উচ্চ বিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী পশ্চিম জেলা শাখার উদ্যোগে ও তানোর উপজেলা শাখা ইসলামী ছাত্র শিবির আয়োজিত উক্ত অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পশ্চিম জেলা শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইলিয়াস উদ্দিন, তানোর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি কাজী আফজাল, তানোর উপজেলা দক্ষিণ শাখা ইসলামী ছাত্র শিবির সেক্রেটারি রাফিউল ইসলাম। 

উক্ত অনুষ্ঠানে তানোর উপজেলা শাখা ইসলামী ছাত্র শিবিরের তত্ত্বাবধান আতোয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। তানোর উপজেলার চান্দুড়িয়া স্কুল এ্যান্ড কলেজ ও সরনজাই উচ্চ বিদ্যালয়ের ২শ' ২০ জন শিক্ষার্থী  ছাত্রের হাতে উপহার হিসেবে আল কোরআন তুলে দেয়া হয়।

এআর

Link copied!