কলেজের শিক্ষার্থীকে সড়ক থেকে টেনে বন বিভাগের ভেতরে নিয়ে গণধর্ষণের অভিযোগ

  • শরীয়তপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৮:৪৮ এএম
কলেজের শিক্ষার্থীকে সড়ক থেকে টেনে বন বিভাগের ভেতরে নিয়ে গণধর্ষণের অভিযোগ

শরীয়তপুরে এক কলেজছাত্রীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাকে মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটে শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, কনেকশ্বর ইউনিয়নের ইকোরি সরদার বাড়ির বাসিন্দা আঃ জব্বারের (ছদ্মনাম) মেয়ে লুবনা (ছদ্মনাম) (১৮) অনার্স প্রথম বর্ষে পড়ছেন। হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক ডা. খন্দকার রাশেদ দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি করেন।

ভুক্তভোগী জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শরীয়তপুর সরকারি কলেজে পরীক্ষা শেষে সহপাঠী সজিব গাজী (১৯)–এর সঙ্গে অটোরিকশায় মনোহর মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে শরীয়তপুর বন বিভাগের সামনে পৌঁছালে ৪–৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের অটোরিকশা থামায়।

দুর্বৃত্তরা অটোরিকশা থেকে নামিয়ে তাদের পাশের বাগানে নিয়ে যায়। সেখানে সজিব গাজীকে আগে মারধর করে দূর করে দেওয়া হয়। এরপর বর্না (ছদ্মনাম)কে একাধিক ব্যক্তি মিলে শারিরিক  নির্যাতন ও ধর্ষণ করে বলে জানান তিনি।

ঘটনার পর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

এম

Link copied!