ছবি: প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর পক্ষে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. শামসুন্নাহার ভূঁইয়ার কাছ থেকে বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্যসচিব আজমল হোসেন সুজন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এখন পর্যন্ত পাবনা-৪ আসনে একমাত্র প্রার্থী হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন ফরম সংগ্রহের তথ্য নথিভুক্ত হয়েছে।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে মাহবুবুর রহমান পলাশ সাংবাদিকদের বলেন, বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে তাঁরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি বলেন, দলীয়ভাবে তাঁরা নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদী।
তিনি আরও বলেন, অতীতেও বিএনপির বিজয় এসেছে জনগণের রায়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে এবং সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :