প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের ৮ সদস্য আটক

  • নওগাঁ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৪:৩০ পিএম
প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের ৮ সদস্য আটক

ফাইল ছবি

নওগাঁ: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় নওগায় একটি চক্রের ৮ সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে একটি পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও পুলিশ। অভিযানে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে ৮ জনকে শনাক্ত করা হয়। যার মধ্যে তিনজন মাস্টারমাইন্ড বলেও জানা গেছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, পৃথক স্থান থেকে ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সবকিছু নিশ্চিত হয়েই বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এ পরীক্ষায় অংশ নেবেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন পরীক্ষার্থী। কেন্দ্রে প্রবেশসহ একাধিক বিষয়ে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

পিএস

Link copied!