বজ্রপাত থেকে রক্ষা পেতে তালগাছের চারা রোপণ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ০৪:১১ পিএম
বজ্রপাত থেকে রক্ষা পেতে তালগাছের চারা রোপণ

বরগুনা: প্রাকৃতিক দুর্যোগ, বজ্রপাত ও নদী ভাঙন থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য ফিরে পেতে বরগুনার বেতাগীতে তালগাছের চারা রোপণ করা হয়েছে। 

পাশাপাশি তালগাছের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করতে নেওয়া হয়েছে নানান উদ্যোগ। 

বুধবার (২৫ আগস্ট) দিনব্যাপী ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে বেতাগী পৌরসভায় অর্ধশতাধিক তালের আঁটি রোপণ করা হয়। 

বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় এ উদ্যোগের পাশাপাশি প্রতিটি বাড়িতে দু’চারটি করে তালগাছ লাগানোর আহ্বান জানান সংশ্লিষ্টরা।    

সোনালীনিউজ/আইএ

Link copied!