কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হরিণাকুণ্ডু

  • হরিনাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২১, ২০২২, ১০:২১ এএম
কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হরিণাকুণ্ডু

ঝিনাইদহ : ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানায় শনিবার (২১ মে) ভোর রাত আনুমানিক ৫টার দিকে হঠাৎ করেই কালবৈশাখী ঝড় হানা দেয়।

এ ঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা ও উপজেলার সীমান্তবর্তী ভয়না ইউনিয়ন। ইউনিয়নের পাস ঘেঁসে নদী যাওয়াতে সব থেকে বেশি ক্ষতির মুখে পরেছে ভায়না।

স্থানীয় যুবক আলমগীর বলেন, ভোর রাতে হঠাৎ করেই প্রচণ্ড বাতাস ও বৃষ্টি শুরু হয়ে ক্রমাগত তা আরও বাড়তে থাকে। এর ফলে ঘরবাড়ি গাছপালা ও ফসলি জমির অনেক ক্ষতি হয়েছে।

বাসার নামে অপর এক যুবক জানান, ঘরবাড়ির ক্ষতি তো হয়েছে, এর পাশাপাশি আমাদের বড় ক্ষতি হয়েছে যা থেকে আমরা জীবিকা নির্বাহ করি আমাদের এলাকার প্রধান অর্থকরী ফসল পানের বরজে। এলাকার সব পানের বরজ মাটিতে মিশে গেছে। এর ফলে আমাদের কষ্টের আর শেষ থাকবে না। আমরা সরকারের সহযোগিতা চাই।

১নং ভায়না ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা তুষার বলেন, ঝড়ের পরপরই আমি ক্ষতিগ্রস্ত এলাকাটি দেখতে যাই এবং দেখতে পাই বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে আমার এলাকাটি। আমি ব্যক্তিগতভাবে এলাকাবাসীর পাশে থাকার চেষ্টা করছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করবো যেনো ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান।

সোনালীনিউজ/এনএন

Link copied!