এএসপি মহরমসহ ১৩ জন অভিযুক্ত, শাস্তির সুপারিশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২২, ২০২২, ০৪:৫৩ পিএম
এএসপি মহরমসহ ১৩ জন অভিযুক্ত, শাস্তির সুপারিশ

অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী।

বরগুনা: বরগুনায় ছাত্রলীগ কর্মীদের ওপর লাঠিচার্জের ঘটনায় আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ ১৩ পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। 

তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি। 

সোমবার (২২ আগস্ট) বিকেলে পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।  

প্রসঙ্গত, ১৫ আগস্ট শোক দিবসের অনুষ্ঠানে সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে তার সমর্থক নেতাকর্মীরা ফুল দিয়ে ফেরার পথে জেলা শিল্পকলা অ্যাকাডেমির সামনে এলে জেলা ছাত্রলীগের দু’পক্ষের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ইট-পাটকেল ছোড়াছুড়ি শুরু হয়। এ সময় ইটের আঘাতে পুলিশের ব্যবহৃত একটি গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। তখন শিল্পকলা অ্যাকাডেমিতে শোক দিবসের আলোচনা সভা চলছিল। পরে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত সবাইকে অবরুদ্ধ করে ফেলেন।

এ সময় সংসদ সদস্য বেরিয়ে আসলে তার কাছে বরগুনা জেলার অ্যাডিশনাল এসপি মহরম আলী গাড়ি ভাঙার কারণ জানতে চান। তখন সংসদ সদস্য নিজে দোষীকে আইনের হাতে তুলে দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণের আশ্বাস দিলেও পুলিশ সদস্যরা ভেতরে অবস্থান করা ছাত্রলীগ কর্মীদের ওপর বেদম লাঠিচার্জ করেন।

সোনালীনিউজ/আইএ

Link copied!