অনিয়ম-দুর্নীতির দায়ে নাচোল উপজেলা চেয়ারম্যানকে অপসারণ

  • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২, ১২:৫৬ পিএম
অনিয়ম-দুর্নীতির দায়ে নাচোল উপজেলা চেয়ারম্যানকে অপসারণ

উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের

চাঁপাইনবাবগঞ্জ: রাজস্ব তহবিল ব্যবহারে অনিয়ম-দূর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং নৈতিক স্খলনজনিত অভিযোগ প্রমানিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরকে অপসারণ করা হয়েছে। রোববার (২৩ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখার উপ-সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে অপসারণ করা হয়। তবে এ প্রজ্ঞাপন জারি করা হয় ১৯ অক্টোবর।

প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুল কাদেরের বিরুদ্ধে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল ব্যবহারে অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নৈতিক স্খলনজনিত অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তাই উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ (সংশোধিত) আইন, ২০১১ এর ১৩ (১) (খ) ও (গ) ধারায় বর্ণিত অপরাধে একই আইনের ১৩ (২) ধারা অনুযায়ী কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে নাচোল উপজেলা পরিষদের পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষ জারিকৃত আদেশ কার্যকর করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করেন উপ-সচিব মাহবুবা আইরিন।

প্রজ্ঞাপনে তিনি আরো উল্লেখ করে বলেন, উপজেলা পরিষদ আইন ১৯৯৮ অনুযায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরকে অপসারণ করা হয়েছে। একই দিনে পৃথক একটি পত্রে নির্বাচন কমিশনকে নাচোল উপজেলা পরিষদ শূন্য হওয়ায় উপ-নির্বাচন আয়োজনের জন্যও নির্দেশক্রমে অনুরোধ করেন উপ-সচিব মাহবুবা আইরিন।

তবে এ বিষয়ে নাচোল উপজেলা পরিষদের অপসারণ হওয়া চেয়ারম্যান আব্দুল কাদেরের সাথে কথা বলতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি তিনি।

এ বিষয়ে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আনিছুর রহমান মুঠোফোনে বলেন, রোববার সন্ধ্যায় আমরা এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখার উপ-সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের একটি কপি হাতে পেয়েছি। এ বিষয়ে দ্রুততম সময়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

তবে সোমবার (২৪ অক্টোবর) থেকে নাচোল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব পালন করবেন তা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবুকে ওই পদের উপযুক্ত মনে করছেন আবার অনেকেই বিধি মোতাবেক পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি যিনি বতর্মানে প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে দায়িত্ব পালন করছেন তাকে ওই পদে দেখতে চান।

এদিকে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরের বরখাস্ত হওয়ার খবরে বিভিন্ন জায়গায় মিস্টি বিতরন করেছেন উৎসুক জনতা।

সোনালীনিউজ/এসএম/এসআই 
 

Link copied!