বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তাদির গ্রেফতার

  • সিলেট ব্যুরো: | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩, ০৬:০৬ পিএম
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তাদির গ্রেফতার

সিলেট: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ এপ্রিল) বিকেল তিনটার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সামন থেকে তাকে গ্রেফতার করে সিলেট কোতোয়ালী থানা পুলিশের একটি দল।

মুক্তাদিরকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস।

তিনি বলেন,  ‘মুক্তাদিরের বিরুদ্ধে পুরনো একটি মামলায় ওয়ারিন্ট ছিলে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

বিএনপি সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে সিলেটেও অবস্থান কর্মসূচির আয়োজন করে বিএনপি। এ কর্মসূচিতে অংশ নিতে বিমানযোগে সিলেটে পৌঁছান মুক্তাদির। বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। সিলেটে দলের বিভিন্ন ইউনিটের কমিটি গঠনসহ সভা-সমাবেশ আয়োজন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তাকে নেতৃত্ব দিতে দেখা যায়।

সোনালীনিউজ/আইএ

Link copied!