গাজীপুরে ৩০ বিঘা জমিতে বসছে বৃহত্তর পশুর হাট 

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৫, ২০২৩, ১১:৩১ এএম
গাজীপুরে ৩০ বিঘা জমিতে বসছে বৃহত্তর পশুর হাট 

গাজীপুর: আসছে পবিত্র ঈদুল আজহার বাকী আর মাত্র কয়েক দিন। এবার তাই সুন্দর ও সুশৃঙ্খল ভাবে কুরবানির পশুর হাট পরিচালনার জন্য ইতিমধ্যে কুরবানির পশু ক্রয়-বিক্রয়ের লক্ষে গাজীপুরের টঙ্গীর গাজীপুরা সাতাইশ রাজনগর বাগানবাড়ি এলাকায় খাজা গরীবে নেওয়াজ (রা.) রোডে প্রায় ৩০ বিঘা জমির ওপর কোরবানির পশুর হাট বসছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

শনিবার (২৪ জুন) সন্ধ্যায় কুরবানির এই হাটে গিয়ে দেখা গেছে,ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরুর ব্যাপারীরা কুরবানির পশু আনতে শুরু করেছেন। কেউ ১০ টি কেউ বা আবার ৬/৭ টি আবার অনেকই একাই ১৫ টি গরু নিয়ে এসেছেন। এখন পর্যন্ত এই হাটে ৩ লাখ থেকে শুরু করে ৭ লাখ টাকা দামের গরু নিয়ে এসেছেন। এছাড়াও অনেক ব্যাপারীরা খ্যাসি ছাগলও হাটে তুলেছেন। ক্রেতাদের আনাগোনাও অনেক চোখে পড়ার মতো। তবে এখানে এখন পর্যন্ত গাজীপুরের আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতাসাধারণের সমাগম বেশি দেখা গেছে। যে সব ক্রেতারা এই হাটে এসেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হারে  গরীবে নেওয়াজ রোডে কোরবানির পশুর হাটে বুধবার থেকে এ পর্যন্ত গাজীপুরের বিভিন্ন উপজেলার পাশাপাশি গাজীপুরের পাশে 
 সাভার, আশুলিয়াসহ টঙ্গী ও ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন এলকা থেকে অসংখ্য ক্রেতারা এখান থেকে কুরবানির পশু ক্রয় করার জন্য এসেছেন। এছাড়াও হাট ঘোরে দেখা গেছে এবার মাঝারি পশুর সমাগম হাটে বেশি উঠেছে। এতে করে মধ্যবিত্ববান শ্রেণীর মানুষদের স্বাদমতো কুরবানির পশু ক্রয়ের জন্য সুযোগ তৈরি হয়েছে। 

এ দিকে হাটে বেশ কয়েকজন গরুর ব্যাপারীর সঙ্গে কথা হয় সোনালী নিউজের। এ সময়ে সুদূর পাবনা জেলা আসা করিম মিয়া এক গরুর ব্যাপারী জানান, তিনি খুর কষ্ট করে পাবনা থেকে ১২টি গরু নিয়ে এসে এই হাটে তুলেছেন। তিনি বলেন, এই হাটে গরু বিক্রি করে অনেক লাভবান হওয়া যায়। এই শুনেই এখানে এসেছেন তিনি। 

তিনি আরও বলেন,এখানে একটা বিষয়ে ভাল লেগেছে এখানে ক্রেতারা গরুর দামদর যাচাই করছে। হাটে পর্যাপ্ত জায়গা আছে গরু রাখার জন্য। তাছাড়া থাকাণ্ডখাওয়া, পানি, বিদ্যুৎতের সুবিধা রয়েছে। নিরাপত্তার ব্যবস্থাও করেছেন হাটের লোকজন। এই ব্যাপারী বলেন,গাজীপুর যেহেতু রাজধানীর পাশে আশাকরি ঢাকা থেকে বড় বড় ক্রেতারা হাটে আসলেই বাজার জমজমাট হয়ে উঠবে। 

বিশাল এই পশুর হাটের হাটের ইজারাদার মো: মমতাজ উদ্দিন জানিয়েছেন,হাট পরিচালনা কমিটির পক্ষ থেকে পশুর হাটে সব সময় নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, হাটে যাতে কোন বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি না হয়। সেজন্য হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্রেতা ও বিক্রেতারা যাতে প্রতারিত না হন, এ জন্য মাইকে প্রচার চালানো হয়। এখানে ক্রেতা-বিক্রেতাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। তিনি বলেন, প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে গরুর ব্যাপারী ও খামারীরা পশু নিয়ে আসছেন। আশাকরি আগামী দুই দিনের মধ্যে ব্যাপক জমজমাট হয়ে উঠবে এই হাট।

সোনালীনিউজ/এমএস/এসআই

Link copied!