বৃষ্টি উপেক্ষা করে সাফারি পার্কে বিনোদন প্রেমীরা 

  • এম এস রুকন, গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২, ২০২৩, ০৮:২৩ পিএম
বৃষ্টি উপেক্ষা করে সাফারি পার্কে বিনোদন প্রেমীরা 

গাজীপুর: পবিত্র ঈদুল আজহার ২ দিন আগের থেকেই গাজীপুরসহ সারা দেশে বৈরী আবহাওয়া চলছে। এই বিরূপ আবহাওয়ার মধ্যেই গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্কে বিনোদন প্রেমীরা দলে-দলে ছুটে আসছেন। 

রোববার (২ জুলাই) বিকেল ৪ টার দিকে বঙ্গবন্ধু সাফারি পার্কে গিয়ে দেখা গেছে, সকাল থেকে বৃষ্টির জন্য তেমন কোন ভিড় না থাকলেও বিকেল শুরু হওয়ার পর থেকেই আস্তে আস্তে দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। অসংখ্য দর্শনার্থী টিকিটের অপেক্ষায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। কখন কাঙ্খিত টিকিট হাতে পাবেন। কখন পার্কে প্রবেশ করবেন এই অপেক্ষায়। অপর দিকে বৃষ্টি উপেক্ষা করে অনেক ছোট ছোট দোকানিরা পার্কের প্রবেশ ফটকের বাইরে খালি জায়গায় বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। 

শুধু তাই নয় আগত দর্শনার্থীদের জন্য গাড়ি পার্কিংয়ের জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থা। সাফারি পার্কের প্রধান ফটকের সামনে ব্যক্তিগত ও ভাড়ায় চালিত গাড়ি পার্ক করে রাখতে পারছেন দর্শনার্থীরা। এছাড়া সাফারি পার্কের মূল ফটকের বাহিরে খোলা জায়গায় ঘোড়ার গাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অস্থায়ী বিনোদনের ব্যবস্থা রয়েছে। এখানেও চাইলে দর্শনার্থীরা নিদিষ্ট টাকা খরচ করে আনন্দ উপভোগ করতে পারছেন। 

সাফারি পার্কের ভিতরে দেখা গেছে, ভ্রমণ পিপাসুরা পায়ে হাঁটা পথে ঘুরে ঘুরে দেখছেন কুমির, জলহস্তী, মদন টাক, উটপাখি, ইমু পাখি, বিভিন্ন ধরনের সাপ, ইগল, ভুবন চিল ও রঙিন মাছ। আবার পার্কের আরেক দর্শনীয় স্থান কোর সাফারি। এখানেও অনেকেই আফ্রিকান বিভিন্ন ধরনের প্রাণী দেখার জন্য ভিড় করছেন। অনেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে এখানে টিকিট কাটছেন। এই কোর সাফারিতে দর্শনার্থীদের ঘুরে দেখার সুবিধার্থে এখানে রয়েছে বিশেষ ধরনের ৮টি মিনিবাস। এসব মিনিবাস গুলো কিছুক্ষণ পরপর দর্শনার্থীদের নিয়ে প্রাণীদের বেষ্টনীর ভেতর ঘুরে আসছে। মিনি বাসে চড়ে বিনোদন প্রেমীরা দেখতে পারছেন বাঘ, সিংহ, ভালুক, জেব্রা, জিরাফসহ বিভিন্ন প্রজাতির প্রাণী। 

বড়রা যেমন তাদের পছন্দের প্রাণী ও স্থান গুলো ঘুরে দেখতে পারছেন তেমনি শিশুদের কথা চিন্তা করে এখানে রয়েছে আলাদা শিশু পার্ক। এই পার্কে শিশুদের পাশাপাশি বড়দের উপস্থিতও চোখে পড়ার মতো। 

বড় কিংবা ছোট সকল সকলের জন্য আরও একটি আকর্ষণীয় স্থান সাফারি পার্কের ভেতর পাখিশালা ঘর। এই ঘরে সোনালী নিউজ এর সঙ্গে কথা হয় রাজধানী মিরপুর থেকে আসা ইমরুল হাসানের সঙ্গে।

তিনি জানান, বৃষ্টির জন্য বাসা থেকে বের হতেই পারেন না। এর পরেও যেহেতু একটু বৃষ্টি কমেছে তাই এখানে ছুটে এসেছি। তিনি বলেন, সাফারি পার্কে পরিবার নিয়ে বিনোদন উপভোগ করার মতো ভাল একটি স্থান। 

গাজীপুরের টঙ্গী থেকে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন ইসমাইল হোসেন। তিনি বলেন, ঈদের ছুটিতে সাফারি পার্কে ঘুরতে আসা তাদের পূর্বপরিকল্পিত। সে অনুযায়ী বৃষ্টি উপেক্ষা করেই সকাল ১০টায় পার্কে প্রবেশ করেছেন। টিকিট কাটতে বেগ পেতে হলেও প্রাণী ও পশুপাখি দেখে খুশি তারা।

শ্রীপুরের মাওনা থেকে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বাঘ দেখতে এসেছেন আমিনুল ইসলাম। তিনি বলেন, বাঘ দেখতে পেয়েছি। তবে অনেক দূর থেকে দেখতে হয়েছে। আরও কাছে দেখতে পেলে ছবি তুলতে সুবিধা হতো।

মৌসুমী আক্তার ঈদের ছুটিতে তার মা ও ভাইকে সঙ্গে করে সাফারি পার্কের প্রাণী বৈচিত্র্য উপভোগ করতে এসেছেন। তার বক্তব্য, এত লোক হবে তা বুঝতে পারেনি। লোকে লোকারণ্য হয়ে গেছে। পার্কে প্রবেশ করতে লাইনে দাঁড়াতে হয়েছে দেড় ঘণ্টার বেশি। কোর সাফারির বাসে উঠতে অন্তত আধা ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। তবে এত সব ঝামেলার পর বাঘ ও সিংহ দেখতে পেয়েছি।

বেসরকারি ব্যাংক কর্মকর্তা আ. হামিদ এসেছেন মতিঝিল থেকে। তিনি বলেন,কর্মব্যস্তা আমাদের মনটা অনেক ক্লান্ত হয়ে পড়েছে।তাই ঢাকার কাছে মোটামুটি প্রাকৃতিক পরিবেশে এর চেয়ে ভালো কোনো ব্যবস্থা আর কোথাও নেই। সেজন্য পুরো পরিবার নিয়ে এখানে এসেছেন। 

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সোনালী নিউজকে বলেন,সকাল ৯টা থেকে শুরু করে পার্ক খোলা থাকে বিকেল ৫টা পর্যন্ত। বৃষ্টির জন্য গত ঈদের মতো এবার দর্শনার্থীদের উপস্থিত কম থাকলেও অনেকেই বৃষ্টিতে ভিজেও সাফারি পার্কে আসছেন। দুই এক দিনের মধ্যে আবহাওয়া ভাল হয়ে গেলে এবং বৃষ্টির ঝামেলা না থাকলে পার্কে বিনোদন প্রেমীদের উপচে পড়া ঢল নামবে বলে তিনি আশাবাদী।  

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার বিখ্যাত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটি গাজীপুরের শ্রীপুর উপজেলার আওতাধীন ইন্দ্রপুর গ্রামে অবস্থিত। এতে টিকিটের মূল্য ৫০ টাকা। তবে শিক্ষার্থীদের জন্য পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে নেওয়া হয় ১০ টাকা। ভেতরে প্রবেশের পর বিভিন্ন প্রাণীর জন্য সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে আলাদাভাবে নির্ধারিত দামে টিকিট ক্রয় করতে হবে।পার্কটির প্রধান আকর্ষণ হলো আফ্রিকান কোর সাফারি।

সোনালীনিউজ/আইএ

Link copied!