ফাইল ছবি
যশোর: যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুলাই) সকালে যশোর-বেনাপোল হাইওয়ে সড়কের শ্যামলাগাছি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পথচারীরা জানান, সকালে সড়কের উপরে ওই নারীকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। তাকে স্থানীয়রা কেউ চিনতে পারছেনা। মনে হচ্ছে কোন দ্রুত গতির গাড়ি তাকে সজোরে আঘাত করায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে শার্শার শ্যামলাগাছি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। এখনো তার নাম পরিচয় পাওয়া যায়নি।
সোনালীনিউজ/আরআই/এসআই
আপনার মতামত লিখুন :