খুলনা: খুলনা নগরীর চরেরহাট এলাকায় ভৈরব নদ থেকে এক চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে খালিশপুর থানা পুলিশ।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে তার লাশ ভৈরব নদীর সাত নং ঘাট এলাকা থেকে নৌ পুলিশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খুলনা নির্মাণাধীন ৮০০ মেগাওয়াট সিসিপিপি প্রজেক্টের রূপসা বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী চিনা নাগরিক রহস্য জনক নিখোঁজের একদিন পর ভৈরব নদীথেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি খালিশপুরে নির্মাণাধীন ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলী ছিলেন।
মৃত ব্যক্তির নাম ওয়াং সিয়াও হুই তার বয়স (৪৪)। তিনি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার গত ২৪ অক্টোবর চুল কাটাতে প্রজেক্ট থেকে বের হয়ে নিখোঁজ হন।
২৪ আগস্ট খালিশপুর থানায় একটি জিডি করেন খালিশপুরে নির্মাণাধীন ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রেরের কর্তৃপক্ষ পক্ষে জনৈক তুহিন মিয়া।
এব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক ঘটনা স্থল পরিদর্শন করেন। এ মৃত্যুর ঘটনায় কেএমপি কমিশনার বলেন, স্থানীয় লোকজন শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নদীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ময়না তদন্তের পর ঘটনার বিষয় আরো জট খুলবে।
এমএস
আপনার মতামত লিখুন :