স্বচ্ছ পানিতে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে গেলেন পর্যটক

  • কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৩, ০৮:১৩ পিএম
 স্বচ্ছ পানিতে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে গেলেন পর্যটক

ফাইল ছবি

সিলেট: সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথরের পানিতে ডুবে জয় (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি ঢাকার মগবাজারের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুদের সঙ্গে সাদাপাথরে ঘুরতে আসেন জয়। সাদা পাথরের স্বচ্ছ পানিতে সাঁতার কাটতে নামলে স্রোতের তোড়ে তিনি নিমিষেই তলিয়ে যান।

স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির প্রায় ১৫ মিনিট পর তার নিথর দেহ উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, সাদা পাথরে পর্যটক নিখোঁজের খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠিয়েছি। জানতে পেরেছি স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনালীনিউজ/আইএ

Link copied!