নান্দাইলে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত  

  • নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৩, ০৫:৫১ পিএম
নান্দাইলে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত  

নান্দাইল: ময়মনসিংহের নান্দাইলে বাস চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। নিহতরা হলেন- মাদ্রাসা শিক্ষক মো. সাইফুল ইসলাম (৩৭) ও মোছা.বৃষ্টি আক্তার (২০)। 

মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ৯ টার দিকে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের মুসল্লি এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত শিক্ষক সাইফুল ইসলাম পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার ফতেপুর রয়েল বাড়ি গ্রামের মৃত শাহাব উদ্দিনের পুত্র। তিনি নান্দাইলের মুশুল্লি ইউনিয়নের চপই দাখিল মাদ্রাসা শিক্ষক।  

মোছা. বৃষ্টি আক্তার নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও গ্রামের মো. আব্দুর রাশিদের মেয়ে। 

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহতর বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন চপই দাখিল মাদ্রাসা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ। 

নান্দাইল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কেন্দুয়া উপজেলার ফতেপুর নিজ বাড়ি থেকে তচর কর্মস্থল নান্দাইলের চপই দাখিল মাদ্রাসায় ব্যাটারিচালিত অটো রিক্সাযোগে রওনা দেন। মুসল্লি এলাকায় অটোরিক্সাটি আসতেই ময়মনসিংহগামী এমকে সুপার বাস অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাদ্রাসা শিক্ষকসহ বৃষ্টি আক্তার নামে এক যাত্রী নিহত হন। পরে নান্দাইল হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। 

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউর রহমান মুঠোফোনে বলেন, সকালের দিকে বাস চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছে। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। ঘাতক  বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এমএস

Link copied!