নরমাল স্যালাইন তীব্র সংকট 

লক্ষ্মীপুরে ৮৫ টাকার স্যালাইন ৫শ‍‍` টাকা! 

  • জামাল উদ্দিন বাবলু, লক্ষ্মীপুর | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ০৩:২৯ পিএম
লক্ষ্মীপুরে ৮৫ টাকার স্যালাইন ৫শ‍‍` টাকা! 

লক্ষ্মীপুর: ডেঙ্গু ও পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় লক্ষ্মীপুরে দেখা দিয়েছে নরমাল স্যালাইনের তীব্র সংকট। ফলে কৃত্রিম সংকট তৈরি করে সব ধরণের নরমাল স্যালাইনের দাম বাড়িয়ে দেয় কিছু অসাধু ব্যবসায়ী। ৮৫ টাকার স্যালাইন বিক্রি হচ্ছে ৫শ' থেকে ৬শ' টাকায়। জেলা শহরের বিভিন্ন ফার্মেসিতে গিয়ে দেখা যায় এমন চিত্র। গায়ের দামের চেয়ে কয়েক গুন বেশি বিক্রি হচ্ছে। সামর্থবান ব্যক্তিরা কিনতে পারলেও কম দামে স্যালাইন সংগ্রহ করতে দিক বিদিক ছুটছে স্বল্প আয়ের মানুষ। ফলে ভোক্তা অধিকার সংরক্ষিত না হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন তারা। কৃত্রিম সংকট মোকাবেলায় প্রতিকার ও দাম বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী ভুক্তভোগীসহ সচেতন মহলের। অভিযোগ রয়েছে স্থানীয় ঔষধ প্রশাসনের নেই কোন নজরদারী কিংবা কোন প্রদক্ষেপ। 

সূত্র জানায়, প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে প্রত্যেক রোগীকে নরমাল স্যালাইন পুশ করতে হয়। লক্ষ্মীপুর সদর হাসপাতাল সহ জেলার সবকটি প্রাইভেট হাসপাতালে এসব রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের। সরকারী হাসপাতালে শয্যার তুলনায় ভর্তিকৃত রোগীর সংখ্যা অনেক বেশি। ফলে অনেকাংশে এসব স্যালাইনের সংকট দেখা দেয়। একই অবস্থা প্রাইভেট হাসপাতাল গুলোতেও। পর্যাপ্ত স্যালাইন না থাকায় রোগীদের সেবা দিতে হিমিশিম খেতে হয়। 

সম্প্রতি ওমর ফারুক নামে একজন ব্যবসায়ী তার শিশুসন্তানকে সদর হাসপাতালে ভর্তি করায়। জ্বরে আক্রান্ত হওয়ায় কিছু ঔষুধের পাশাপাশি স্যালাইন পুশ করার পরামর্শ দেন চিকিৎসক। হাসপাতালে সাময়িক স্যালাইন সংকট থাকায় বাইরের একটি ফার্মেসীতে কিনতে যান তিনি। তার কাছে ১ হাজার এমএল এর স্যালাইন চাওয়া হয়েছে ৫০০ টাকা। যার গায়ের মূল্য ৮৭টাকা। এভাবে ওমর ফারুকের মতো অন্যান্য রোগীর স্বজনরাও বেশি দামে নরমাল স্যালাইন কিনতে বাধ্য হচ্ছে। 

জেলা শহরের কয়েকটি ফার্মেসীতে খোঁজ নিয়ে দেখা যায়, সবকটি ফার্মেসীতে স্যালাইন সংকট রয়েছে। এসব নরমাল স্যালাইন কোম্পানি থেকেই সরবরাহ নেই। তবে বেশি দামে বিক্রির বিষয়টি তারা এড়িয়ে যান। কোথাও কোথাও নিজেরাই বেশি দামে কিনে তা বেশি দামে বিক্রি করছে বলে স্বীকার করেন। 

এদিকে নরমাল স্যালাইন সংকটের কারণে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা ডেঙ্গু, সার্জারি, ডায়ালাইসিস সহ বিভিন্ন রোগীদের ভোগান্তি হচ্ছে। গত কয়েক মাস ধরে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো তীব্র স্যালাইন সংকটে ভুগছে। তবে সদর হাসপাতালে স্যালাইন সংকট কাটলেও বেসরকারি হাসপাতালে সংকট এখনও কাটেনি। 

সেচ্ছাসেবী সংগঠন পরিচয় পাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রিয়াদ হোসেন বলেন, সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। এটার সুযোগ ধরে ফার্মেসীগুলো ৮০ থেকে ৯০ টাকার নরমাল স্যালাইন ৪শ' হতে ৫শ' টাকায় বিক্রি করছে। আশা করছি কর্তৃপক্ষ বিষয়ে নজর দিবে। 

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ও ক্লিনিক এন্ড ডায়াগণষ্টিক ওনার্স এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলার সভাপতি মেহেরুল হাসান (কবি রাজু) সোনালীনিউজকে বলেন, বর্তমানে ডেঙ্গু বেড়ে যাওয়ায় স্যালাইনের চাহিদা বেড়েছে। তাই এর সংকট দেখা দিয়েছে। এতে অসাধু ব্যবসায়ীরা এর দাম বাড়িয়েছে কয়েকগুন। ৮৫ টাকার স্যালাইন ৫শ' টাকায় বিক্রি করেছে তারা। আমাদের প্রাইভেট হাসপাতাল গুলোর ফার্মেসীতে নির্দেশনা দেওয়া আছে যাতে গায়ের দামেই বিক্রি করা হয়। 

লক্ষ্মীপুর সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন সোনালীনিউজকে বলেন, বর্তমানে ডেঙ্গু রোগি সংখ্যা বেড়েছে। তাই স্যালাইনের চাহিদাও বেড়েছে। আমরা হাসপাতালে রোগীদের পর্যাপ্ত চিকিৎসা দিচ্ছি। ডাক্তার ও নার্স সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে। সদর হাসপাতালে যথেষ্ট স্যালাইনে সরবরাহ রয়েছে। 

লক্ষ্মীপুর জেলা ঔষুধ তত্ত্বাবধায়ক ডালিম চন্দ্র দাস বলেন, স্যালাইনের কোন সংকট নেই। চাহিদা বেশি থাকায় কোম্পানি গুলো সরবরাহ করতে পারছে না। তাছাড়া আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। স্যালাইন বাড়তি দামে বিক্রি হচ্ছে এ বিষয়ে কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো। 

সোনালীনিউজ/জেইউবি/এসআই

Link copied!