পাবনা : পাবনার ঈশ্বরদীতে সেতু নির্মাণে সেতুর পাশে বিকল্প বাঁধ দেওয়াতে পানি আটকে কৃষকের প্রায় ৩০০ বিঘা সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলার দাশুড়িয়া ও সলিমপুর ইউনিয়নের সীমান্তবর্তী মৃত রতনাই নদীর চুরিওয়ালা ঘাটে সড়কের ওপরে সেতু নির্মাণ করা হচ্ছে। নির্মাণাধীন সেতুর পাশে যানবাহন চলাচলের জন্য রতনাই নদীতে বাঁধ দিয়ে বিকল্প সড়ক নির্মাণ করা হয়েছে। গত কয়েক দিনের প্রবল বর্ষণে বাঁধে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে আশপাশের ফসলের জমি ডুবে গেছে।
এবার উপজেলার নওদাপাড়া ও ভাড়ইমারী এলাকার শত শত বিঘা জমিতে আগাম গাজর, কপি, মুলা আবাদ করা হয়েছে।
কৃষকরা বলছেন, মৃত রতনাই নদীর চুরিওয়ালা ঘাটে সড়কের ওপর সেতু নির্মাণ করা হচ্ছে। ফলে যাতায়াতের জন্য বাঁধ দিয়ে বিকল্প অস্থায়ী সড়ক নির্মাণ করা হয়েছে। ফলে কয়েক দিনের টানা বৃষ্টির পানি বাঁধে আটকে ফসলের জমি ডুবে গেছে।
তারা আরও জানান, জমিতে চাষ করা গাজরের চারা বয়স দুই মাস। এসময় জমিতে ৩-৪ দিন পানি আটকে থাকায় সব গাছ মরে গেছে।
বাঁধে পানি আটকে ফসল নষ্ট হচ্ছে এ খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে বাঁধ কেটে পানি অপসারণের ব্যবস্থা করেন। এতে পানি কিছুটা কমতে শুরু করলেও কয়েক দিন ধরে পানির নিচে থাকা বেশিরভাগ জমির ক্ষেত নষ্ট হয়ে গেছে। এখনো শত শত বিঘা জমি পানির নিচে রয়েছে।
সলিমপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, নির্মাণাধীন সেতুর পাশে বাঁধ দিয়ে নির্মিত সড়কে পানিপ্রবাহের কোনো ব্যবস্থা না থাকায় ফসলি জমি ডুবে গেছে। এতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে এসে বাঁধের একটি অংশ কেটে দিয়ে পানি অসারণের ব্যবস্থা করায় পানি কমতে শুরু করেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন, শত শত জমির ফসল পানির নিচে ডুবে আছে। কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাঁধের কিছু অংশ কেটে পানি অপসারণের ব্যবস্থা করা হয়েছে।
এমটিআই
আপনার মতামত লিখুন :