বাজার করার টাকা চাওয়ায় পিতাকে ছুরিকাঘাত

  • যশোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩, ১১:১৯ এএম
বাজার করার টাকা চাওয়ায় পিতাকে ছুরিকাঘাত

ফাইল ছবি

যশোর: যশোরে বাজার করার টাকা চাওয়ায় পিতাকে ছুরিকাঘাতে জখম করেছে ছেলে। বুধবার (১৮ অক্টোবর) শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় এ ঘটনাটি ঘটে। 

আহতের নাম মোস্তাক (৪০)। তিনি ওই এলাকার শহর আলীর ছেলে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিবৎসাধীন। 

পরিবারের লোকজন জানিয়েছেন, রুবেল কোন কাজ করেনা। তার পিতা মোস্তাকের রোজগার করা টাকায় চলে ফেরে। তাকে কর্ম করার কথা বললেই ক্ষুব্ধ হয়। বুধবার দুপুরে মোস্তাক বাজার করার টাকা চায় রুবেলের কাছে। এই নিয়ে পিতা-পুত্রের মধ্যে গোলযোগ হয়।  

এসময় রুবেল ক্ষুব্ধ হয়ে তার পিতার বুকে ছুরিকাঘাত করে। পরে আহত মোস্তাক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় মেডিকেলে রেফার্ড করেন।

সোনালীনিউজ/এসআই

Link copied!