গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উত্তরা ইপিজেডের ২ নারী শ্রমিক দগ্ধ

  • নীলফামার প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ১২:৪৪ পিএম
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উত্তরা ইপিজেডের ২ নারী শ্রমিক দগ্ধ

ফাইল ছবি

নীলফামার: রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নীলফামারী উত্তরা ইপিজেডের দুই নারী শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে। দগ্ধ নারীরা হলেন উত্তরা ইপিজেডের সেকশন সেভেন কোম্পানির শ্রমিক সুইটি আক্তার (২০) ও তাসকিন আক্তার (২৪)। তারা আপন দুই বোন। 

ডোমার উপজেলার হরিণ চড়া ইউনিয়নের হরিণ চড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে তারা।

স্থানীয়রা জানায় ইপিজেডের পার্শ্ববর্তী হাজী পাড়ার এলাকার আরিফুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে থাকতো দুই বোন। আজ সকাল ছয়টার দিকে রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে অগ্নিদগ্ধ হয়ে পড়ে দুই বোন। 

প্রতিবেশী ও উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে প্রথমে নীলফামারী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

নীলফামারী থানার ওসি আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আহতদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

এসআই

Link copied!