অস্বচ্ছল প্রতিবন্ধীদের ঈদ উপহার দিলেন স্বচ্ছল প্রতিবন্ধীরা 

  • নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৫, ২০২৫, ০৮:৩১ পিএম
অস্বচ্ছল প্রতিবন্ধীদের ঈদ উপহার দিলেন স্বচ্ছল প্রতিবন্ধীরা 

দিনাজপুর: নবাবগঞ্জে স্বচ্ছল প্রতিবন্ধীদের উদ্যোগে ও অর্থায়নে অস্বচ্ছল দুস্থ প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবাবগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে এ ঈদ সামগ্রী প্রদান করা হয়।

স্থানীয় ইউ,পি চেয়ারম্যান নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের হাতে এ উপহার তুলে দেন। এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আল আলিমুল রাজি, ইউ পি সদস্য আশরাফুল হক, নবাবগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রাজিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শারীরিক প্রতিবন্ধী রকি বলেন, তিনি প্রথমবারের মত বেসরকারিভাবে এমন ঈদ সামগ্রী পেলেন। ঈদের আগে ঈদ সামগ্রী পেয়ে তিনি খুবই আনন্দিত।

প্রতিবন্ধী সংস্থার সভাপতি রাজিউল ইসলাম বলেন, প্রতিবন্ধীদের কর্মসংস্থান, চিকিৎসা, প্রশিক্ষন দিয়ে সহায়তা করার লক্ষে সম্প্রতি নবাবগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা গঠন করা হয়েছে।

সংগঠনের সকলে প্রতিবন্ধী। ঈদে অস্বচ্ছল প্রতিবন্ধীদের মুখে হাঁসি ফুটানোর জন্য সংগঠনের স্বচ্ছল প্রতিবন্ধী ও কিছু বৃত্তবানদের আর্থিক সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকার ৪০ জন প্রতিবন্ধীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতেও এমন কার্যক্রম অব্যহত থাকবে।

প্রধান অতিধি বলেন, সমাজের সুস্থ বৃত্তবানদের যে দায়িত্ব পালন করার কথা ছিল কিন্তু সে দায়িত্ব প্রতিবন্ধীরা পালন করেছে। এমন ব্যতিক্রম উদ্যোগের জন্য আয়োজকরা সত্যিই প্রশংসার দাবিদার। তিনি সমাজের সকল শ্রেণির মানুষকে প্রতিবন্ধীদের পাশে থাকার আহ্বান জানান।

এআর

Link copied!