দিনাজপুর: হিলি সীমান্তে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের 'হিলিসিপি বিওপি' বিজিবি সদস্য অভিযান চালিয়ে ১৩ লাখ ৭৩ হাজার ৭৫০ টাকার বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুলাই) ভোরে হিলি সীমান্তের ২৮৫/৭ এস পিলারের আনুমানিক ২০ গজ বাংলাদেশ অভ্যন্তরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি সদস্য।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের হিলিসিপি বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম মারাক।
তিনি জানান, হিলি সীমান্তে বিভিন্ন অপরাধ দমনে বিজিবি সদস্যের অভিযান অব্যাহত রয়েছে।
তারই অংশ হিসেবে আজ ভোর রাত ৪ঃ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ২৮৫/৭ এস পিলারের নিকটে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মাদকদ্রব্য ৯৮৫ পিচ এ্যাম্পোল, ৬৫ বোতল ফেন্সিডিল, ৮ হাজার পিচ ট্যাপেন্ডাল উদ্ধার করেছে বিজিবি সদস্য। যার আনুমানিক মূল্য ১৩ লাখ ৭৩ হাজার ৭'শ ৫০ টাকা। মাদকদ্রব্য উদ্ধারের পরে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
জয়পুরহাট-২০ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল (সিও) মোঃ আরিফুল দৌলা বলেন, হিলি সীমান্তে গরু, মাদক পাচার, পুশইন, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান বিরোধী অভিযান বৃদ্ধিসহ সর্বাত্বক অভিযান অব্যাহত রাখা হবে।
এআর
আপনার মতামত লিখুন :