বেরোবিতে ঈদুল আজহার জামাত সকাল সাড়ে ৭ টায়

  • বেরোবি প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৫, ২০২৫, ০৮:৫৫ পিএম
বেরোবিতে ঈদুল আজহার জামাত সকাল সাড়ে ৭ টায়

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ঈদুল আজহার নামাজ সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। জামাতটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম কাম-খতিব ড. রাকিব উদ্দিন আহম্মেদ।  

তিনি বলেন, শনিবার (৭জুন) সকাল সাড়ে ৭ টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। মসজিদ কমিটির সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অবস্থানরত শিক্ষক,কর্মকর্তা, কর্মচারীসহ সবাইকে নিয়ে একমাত্র ঈদের জামাতটি ইনশাআল্লাহ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এআর

Link copied!