ঠাকুরগাঁওয়ে ঈদকে সামনে রেখে সতর্ক অবস্থানে সেনাবাহিনী

  • ঠাকুরগাঁও প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৬, ২০২৫, ০৮:৫২ পিএম
ঠাকুরগাঁওয়ে ঈদকে সামনে রেখে সতর্ক অবস্থানে সেনাবাহিনী

ঠাকুরগাঁও: আসন্ন ঈদুল আযহকে সামনে রেখে ব্যপক সতর্ক অবস্থান নিয়েছে সেনাবাহিনী। শহরের প্রধান প্রধান পয়েন্টে সতর্ক অবস্থান ও চেকপোস্ট বসিয়েছে তারা। 

এরই অংশ হিসেবে জেলার অস্থায়ী আর্মি ক্যাম্প থেকে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে টহল কার্যক্রম বৃদ্ধি ও জোরদার করার মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে আইন-শৃঙ্খলাভঙ্গকারীদের একটি সতর্কবার্তা দিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনী তরফ থেকে জানানো হয়েছে যেকোনো ধরনের অন্যায় ও বিশৃঙ্খলামূলক কার্যক্রম যথাযথ আইন অনুযায়ী কঠোর ভাবে দমন করা হবে। ইতিমধ্যে জনসাধারণের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ঠাকুরগাঁও আর্মি ক্যাম্প কর্তৃক একটি স্থায়ী চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে।

দিনব্যপী এ চেকপোস্ট গুলোতে দেখা গেছে প্রাইভেট কার, বাস, কোচ মোটরবাইকের বৈধ কাগজপত্র যাচাই, অবৈধ মালামাল পরিবহন সহ নানা রকম তল্লাশি চালাতেও দেখা গেছে সেনাবাহিনীকে। এছাড়াও বাস কাউন্টার গুলোতে যাত্রী ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখছে সেনাবাহিনী।

এআর

Link copied!