বরগুনা: আমতলী-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নববধূ তানিয়া আক্তার (২২)।
শনিবার ৩০ আগষ্ট দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসারত অবস্থায় ঐ নারীর সন্ধ্যায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
দূর্ঘটনার সময় মোটরসাইকেলে ৩ জন থাকলেও তানিয়া যখন সড়কে ছিটকে পড়ে তখন অন্যরা দ্রুত পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ।
নিহত ঐ নারীর নাম তানিয়া আক্তার। সে আমতলীর কালিবাড়ী এলাকার জালাল মৃধার মেয়ে। গত দুই মাস আগে তার বিবাহ হয় বরগুনা নাইম হোসেনের সাথে। নাইম বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তানিয়া আক্তার বিশেষ কাজের জন্য একটি মোটরসাইকেল যোগে ৩জনে কুয়াকাটা যাচ্ছিলেন। মোটরসাইকেলের অতিরিক্ত গতি থাকায় আমতলী ইউনিয়নের মানিকঝুড়ি এলাকায় আসলে মোটরসাইকেল থেকে তানিয়া ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়।
এসময় স্থানীয় ট্রাকচালক রুহুল আমিন রকি তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাতটার দিকে মারা যান তানিয়া।
প্রত্যক্ষদর্শী ট্রাক চালক রুহুল আমিন রকি বলেন, ওই মোটরসাইকেলে তিনজন যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে ওই নারী ছিটকে পড়ে যান। কিন্তু মোটরসাইকেলটি না থেমে দ্রুত চলে যায়। পরে আমি তাকে উদ্ধার করি।
নিহতের চাচা জাকারিয়া মৃধা বলেন, বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তানিয়ার মৃত্যু হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, আহত তানিয়াকে সংকটজনক অবস্থায় বরিশালে পাঠানো হয়েছিল।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, বরিশালে চিকিৎসাধীন অবস্থায় ওই নববধুর মৃত্যু হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মোটরসাইকেল চালক পালিয়ে গেছে।
এআর
আপনার মতামত লিখুন :