ঝালকাঠি: রাজাপুর উপজেলায় আসাদুল্লাহ (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ আসাদুল্লাহ উপজেলার ইন্দ্রপাশা গ্রামের সিএনজি চালক শাহ জামালের ছেলে। তিনি বাগড়ি পোস্ট অফিস সংলগ্ন মমতাজুননেছা মহিলা মাদ্রাসার হাফেজি বিভাগের শিক্ষার্থী।
পরিবারের লোকজন জানান, প্রতিদিনের মতো আসাদুল্লাহ সকালবেলা মাদ্রাসায় যায়। কিন্তু দুপুর ১২টার দিকে ক্লাস শেষে বাইরে বের হওয়ার পর আর মাদ্রাসায় ফেরেনি। পরে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আসাদুল্লাহর সন্ধান পেলে 01707779236 নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এ ঘটনায় আসাদুল্লাহর পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
এআর
আপনার মতামত লিখুন :