সোনালী নিউজে সংবাদ প্রকাশ, পদ হারালেন বরগুনার কৃষি কর্মকর্তা

  • বরগুনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৮:৫৯ পিএম
সোনালী নিউজে সংবাদ প্রকাশ,  পদ হারালেন বরগুনার কৃষি কর্মকর্তা

ছবি : প্রতিনিধি

বরগুনা: ‘সরকারী কার্যালয়ে ব্যক্তিগত আবাস' শিরোনামে গত ২৫ অক্টোবর সোনালী নিউজে সংবাদ প্রকাশ হওয়ায় পদবনতি বা পদ মর্যাদা হ্রাস হয়ে বদলি হয়েছেন বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমানকে উপজেলা কৃষি কর্মকর্তা থেকে পদবনতি করে অতিরিক্ত কৃষি কর্মকর্তা হিসেবে পদায়ন দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে বরগুনা সদর উপজেলা থেকে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় বদলি করা হয়েছে। সূত্রটি আরও জানায়, মোস্তাফিজুর রহমানকে বোয়ালমারী উপজেলা থেকে ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সংযুক্ত করা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস জানান, বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে একটি ডরমিটরি রয়েছে। সেখানে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ নেই। 

উল্লেখ্য, বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তার তৃতীয় তলার একটি কক্ষে রাত্রিযাপনসহ ব্যক্তিগত কাজ করছেন মোস্তাফিজুর রহমান। ওই কক্ষে আগে ডেভেলপমেন্ট সেকশনের কার্যক্রম চলতো। অভিযোগ রয়েছে তিনি সরকারি কার্যালয় ব্যবহার করতো সরকারি কোন নীতিমালা অমান্য করে

পিএস

Link copied!