সুগন্ধা নদীতে নৌকা ডুবি, নিখোঁজ ৩ যাত্রীর লাশ উদ্ধার

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১০, ২০১৭, ০২:২৬ পিএম
সুগন্ধা নদীতে নৌকা ডুবি, নিখোঁজ ৩ যাত্রীর লাশ উদ্ধার

ঝালকাঠিতে ঘনকুয়াশায় স্টিমারের সাথে ধাক্কায় সুগন্ধা নদীতে ট্রলার ডুবির ৪ দিন পর  নিখোঁজ তিন যাত্রীর লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে নদীতে লাশ ভেসে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল নদী থেকে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে প্রথমে ঝালকাঠি শহরের কলেজ খেয়াঘাট সংলগ্ন দুর্ঘটনাকবলিত স্থানের সুগন্ধা নদীতে ভেসে ওঠে রাজ্জাক মল্লিক রাজা ও আলম জমাদ্দারের লাশ। পরে সকাল ৮টার দিকে জেলার রাজাপুর উপজেলার মানকী গ্রামের বিশখালি নদী থেকে উদ্ধার হয় তসলিম হাওলাদারের ভাসমান লাশ। দুর্ঘটনার পর এরা তিনজনই নিখোঁজ ছিলেন।

এদিকে নদীতে লাশ ভেসে ওঠার খবর পেয়ে তাদের স্বজন ও এলাকার শত শত মানুষ নদীর পাড়ে ভিড় করতে থাকেন।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের নদীর খেয়াঘাট থেকে জেলা শহরের পৌরসভা খেয়াঘাটে আসার সময় ঢাকা থেকে খুলনাগামী স্ট্রিমার মধুমতির সাথে ধাক্কা লেগে মাঝ নদীতে ট্রলারটি ১১ যাত্রী নিয়ে ডুবে যায়। এ সময় চালকসহ ৮ যাত্রীকে জেলেরা উদ্ধার করে। তবে ট্রলারের ওই তিন যাত্রী নিখোঁজ হন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!