ফেনীতে ট্রেনের ধাক্কায় প্রবাসী শিক্ষার্থী নিহত

  • ফেনী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২০, ২০১৭, ০৫:৩৪ পিএম
ফেনীতে ট্রেনের ধাক্কায় প্রবাসী শিক্ষার্থী নিহত

ফেনী: ট্রেনের ধাক্কায় নুরুল হুদা মজুমদার (৩০) নামের এক প্রবাসী শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১১টায় ফেনী শহরের রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল হুদা জার্মানের একটি ইউনিভার্সিটির শিক্ষার্থী। তিনি আমজাদহাট ইউনিয়নের জোড় দিঘীর পাড় মজুমদার বাড়ির কবির আহমদ মজুমদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামমুখী সোনার বাংলা ট্রেন ফেনী রেলক্রসিং অতিক্রম করার সময় রাস্তা পার হতে গিয়ে অটোরিকশা নিয়ন্ত্রণ হারায়। দ্রুত অটোরিকশা থেকে নামতে গিয়ে ট্র্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলের নিহত হয় নুরুল হুদা। অটোরিকশা থাকা ড্রাইভারসহ অন্য ৪ যাত্রী নিরাপদে সরে যেতে সক্ষম হয়।

ফেনী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অটোরিকশা চালক মো. সেলিমকে (১৬) আটক করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!