ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নোয়াখালীতে গৃহবধূর আত্মহত্যা

  • নোয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৫, ২০১৮, ০৩:৪৯ পিএম
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নোয়াখালীতে গৃহবধূর আত্মহত্যা

নোয়াখালী : স্বামী ও সন্তানকে মাদক ব্যবসা থেকে ফিরাতে না পারায় নোয়াখালীর সোনাইমুড়িতে ট্রেনে নিচে ঝাঁপ দিয়ে বিবি হাজরা (৪৮) নামের এক নারী আত্মহত্যা করেছে। তার বাড়ি সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামে। সে ওই গ্রামের মজু আর্মির বাড়ির মো. ইসমাইলের স্ত্রী ও চার সন্তানের জননী।

রোববার (৩ জুন) বিকেলে লাকসাম থেকে নোয়াখালী অভিমুখি ড্যেমু ট্রেনে সোনাইমুড়িতে পৌঁছালে হাজরা ট্রেনের নিচে ঝাঁপ দিলে তার দেহ দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সোনাইমুড়ি রেলওয়ে থানা পুলিশ ময়না তদন্ত শেষে বেওয়ারিশ হিসোবে লাশ দাফন করে পেলে।

মঙ্গলবার (৫ জুন) সকালে ছবি দেখে লাশটি হাজরার বলে সন্তাক্ত করে পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেশব্যাপী মাদক বিরোধী অভিযান শুরু হলে এর থেকে স্বামী ও সন্তানদের মাদক ব্যবসা থেকে ফিরে আসার জন্য বললে তারা তাকে বকাঝকা করে। এরপর সে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। বিবি হাজরার পিতার বাড়ি সেনবাগ উপজেলা ৫নং অজুনতলা ইউনিয়নের মানিকপুর গ্রামে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!