ঝালকাঠিতে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৮, ০৮:১১ পিএম
ঝালকাঠিতে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু

ছবি: সোনালীনিউজ

ঝালকাঠি : প্রতীক বরাদ্দ পেয়ে সোমবার (১০ ডিসেম্বর) দুপুর ২টার পর থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা।

সোমবার দুপুরে ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের হেবিওয়েট প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর পক্ষে নৌকা প্রতীকের আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেন দলের নেতাকর্মীরা। শহরের রোনালসে সড়কে সড়ক থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিল শেষে তারা লিফলেট বিতরণ করেন।

কিছুক্ষণ পরেই ঝালকাঠি-১ আসনে বিএনপির হেবিওয়েট প্রার্থী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরের পক্ষে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেন নেতাকর্মীরা। রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের নেতৃত্বে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।

আওয়ামী লীগ বিগত দিনের উন্নয়ন এবং আগামীতে এ ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা শুরু করলেও বিএনপি এখনো শঙ্কিত। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা করতে দেওয়ার দাবি জানান বিএনপি নেতারা।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!