রাজধানী থেকে শিশু ছাব্বির নিখোঁজ, সন্ধান চায় পরিবার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৩:৩১ পিএম
রাজধানী থেকে শিশু ছাব্বির নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ছবি : প্রতিনিধি

ঢাকা: রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকা থেকে মো. ছাব্বির নামে পাঁচ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘঠনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে পশ্চিম রাজাবাজার এলাকার ইনদিরা রোড থেকে ছাব্বির নিখোঁজ হয়। শিশুটি খেলার জন্য বাইরে বের হয়ে আর ঘরে ফিরেনি।

এ ঘটনায় শুক্রবার (৭ নভেম্বর) শিশুটির মা আমিনা (২৬) শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেছেন, গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটের সময় পশ্চিম রাজাবাজার এলাকার ইনদিরা রোড থেকে ছাব্বির নিখোঁজ হয়। ছাব্বির খেলার জন্য বাইরে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রতিদিনের মতোই বিকেলে ছাব্বির আশপাশে খেলছিল। তবে সন্ধ্যার পর থেকে তাকে আর দেখা যায়নি। পশ্চিম রাজাবাজার, পূর্ব রাজাবাজার, ফার্মগেট ও কারওয়ান বাজারসহ আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। 

নিখোঁজের সময় শিশুটির পরনে ছিল হাফ শার্ট ও থ্রি-কোয়াটার প্যান্ট। বয়স মাত্র ৫ বছর। 

শেরেবাংলা নগর থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে শিশুটিকে উদ্ধারে পুলিশ কাজ করছে। কোনো তথ্য পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হবে।” 

পরিবারটি পুলিশসহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছে। 

কোনো তথ্য জানা থাকলে যোগাযোগ করুন: ০১৬৪৫-৬৭০৪৯৩ (আমিনুল, বড় ভাই), ০১৬১৩-৯৭৬৭৪৪, ০১৭০৮-৩০২১৭২।

পিএস

Link copied!