নয় মাসে সোনালী পেপারের মুনাফা বেড়েছে ৩.৬ গুণ

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৭:০৪ পিএম
নয় মাসে সোনালী পেপারের মুনাফা বেড়েছে ৩.৬ গুণ

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের চলতি অর্থবছরের প্রথম নয় মাসে মুনাফা বেড়েছে ৩.৬ গুণ বা ২৬৩ শতাংশ। যা টাকার অংকে ২১.৫০ কোটি টাকা।

রোববার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় অনুমোদিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে রেকর্ড মুনাফা করেছে। যা আগের বছরের একই সময় থেকে ৫.৯১ কোটি টাকা বেশি।

সোনালী পেপারের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৫৩ টাকা, যা ২০২৪ অর্থবছরের একই সময়ে ছিল ১.৮০ টাকা।

এদিকে, গত তিন মাসে (জানুয়ারী-মার্চ'২৫) কোম্পানির নিট মুনাফা দাঁড়িয়েছে ৩.৪৪ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল লোকসান ১১.৮ কোটি টাকা। এই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয়  দাঁড়িয়েছে ১.০৫ টাকা, যা গতবছর একি সময় ছিল ৩.৬০ টাকা।

প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৯ টাকা ৫৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১৪ টাকা ৩ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬৭ টাকা ২৬ পয়সা।

সোনালী পেপারের কোম্পানি সচিব মো. রাশেদুল হোসেন বলেন, কোম্পানির বিক্রয় ও আয় বৃদ্ধি পেয়েছে। এসময়ে নিট মুনাফা এবং ইপিএস বৃদ্ধি পেয়েছে। 

৩১শে মার্চ ২০২৫ তারিখের তথ্য অনুযায়ী, কোম্পানির মোট শেয়ারের মধ্যে ৬৭.৫১ শতাংশ শেয়ার উদ্যোক্তা এবং পরিচালকদের নিকট, ৫.৮৫ শতাংশ প্রতিষ্ঠানিক এবং ২৬.৬৪ শতাংশ সাধারণ বিনিয়োগকােীদের কাছে।

ইউনুস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একটি প্রতিষ্ঠান হলো সোনালী পেপার। যা ১৯৭৭ সাল থেকে কাগজ এবং বোর্ড পণ্য সুনামের সঙ্গে উৎপাদন করে আসছে।

এএইচ/আইএ

Link copied!