ঢাকা : ট্রাম্পের শুল্ক আরোপের পরও বাংলাদেশের শেয়ারবাজার টানা উত্থানে রয়েছে। দেশের শেয়ারবাজারে উত্থানের মাধ্যমে টানা ৫ কার্যদিবস মূল্যসূচক বেড়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৮ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
বুধবার (০৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫০৩৫ পয়েন্টে। যা এর আগের ৪ কার্যদিবসের মধ্যে মঙ্গলবার ৫ পয়েন্ট, সোমবার ৮২ পয়েন্ট, বৃহস্পতিবার ২৯ পয়েন্ট ও বুধবার ২৭ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইতে ৬৯০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ গত ৫ নভেম্বর আজকের থেকে বেশি লেনদেন হয়েছিল। ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৭৩ টি বা ৬৮.৭৭ শতাংশের। আর দর কমেছে ৭৮ টি বা ১৯.৬৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৬ টি বা ১১.৫৯ শতাংশের।
অপরদিকে সিএসইতে বুধবার ৪৮ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৫১ টির, কমেছে ৪৮ টির এবং পরিবর্তন হয়নি ৩৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৯৬০ পয়েন্টে। আগেরদিন সিএসইতে ৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়েছিল।
এএইচ/পিএস
আপনার মতামত লিখুন :