৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ ১৯ জুন

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৩, ২০২৫, ০৩:৫২ পিএম
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ ১৯ জুন

ঢাকা : ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আগামী ১৯ জুন প্রকাশ করা হবে। প্রায় দেড় বছর ধরে ঝুলে থাকা বিসিএসের এই লিখিত পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হলো।

মঙ্গলবার (৩ জুন) বিকেল সাড়ে ৩টায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদন প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ১৯ মে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট নেওয়া হয়। পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে প্রিলির ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী।

এরপর একই বছরের ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা শুরুর ঘোষণা দেওয়া হয়েছিল। তবে দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষা পিছিয়ে ২০২৪ সালের জানুয়ারিতে নেওয়া হয়। ২৩ জানুয়ারি লিখিত পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষা শেষ হয় ৩১ জানুয়ারি। এরপর প্রায় ১৬ মাস পেরোলেও ফল প্রকাশ করা হয়নি।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে।

পিএস

Link copied!