প্রাথমিকের আরও এক নিয়োগ পরীক্ষা হাইকোর্টের নিষেধাজ্ঞায় স্থগিত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৯:১৭ পিএম
প্রাথমিকের আরও এক নিয়োগ পরীক্ষা হাইকোর্টের নিষেধাজ্ঞায় স্থগিত

ফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদের নিয়োগ পরীক্ষা আবারও স্থগিত করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার (২৯ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় কোটায় পূরণযোগ্য দশম গ্রেডের এটিইও পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট ও জাতীয় পত্রিকায় জানানো হবে।

এটিইও পদে ১৫৯ জন নিয়োগের জন্য প্রথম বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০২৩ সালের ২৬ জুন। তবে আবেদনের শেষ তারিখের একদিন আগে, ৩০ জুলাই হঠাৎ আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়। পরে ২০২৪ সালে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন করে আবেদন নেওয়া শুরু হয় ১ জুলাই। আবেদন শেষ হওয়ার কথা ছিল ২৫ জুলাই, যা দুই দফায় বাড়িয়ে ২২ আগস্ট পর্যন্ত করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আড়াই বছর এবং আবেদন প্রক্রিয়া শেষের প্রায় দেড় বছর পার হলেও এখনো পরীক্ষা নিতে পারেনি পিএসসি। আগামী ৭ জানুয়ারি পরীক্ষা আয়োজনের বিষয়ে আশাবাদী থাকলেও আইনি জটিলতায় সেই উদ্যোগ আবারও থমকে গেল।

এর আগে গত ২৬ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষাও শুরুর মাত্র এক ঘণ্টা আগে স্থগিত করা হয়। বিকাল ৩টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ২টার দিকে হঠাৎ পরীক্ষা বাতিলের ঘোষণা আসে। এতে কেন্দ্রগুলোতে উপস্থিত বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী চরম ভোগান্তিতে পড়েন।

এসএইচ 

Link copied!