ফাইল ছবি
৪৬তম বিসিএসের দুই দিনের মৌখিক পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন। মঙ্গলবার ৩০ ডিসেম্বর সরকারি কর্ম কমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণে নির্ধারিত সময়সূচি অনুযায়ী দুই দিনের মৌখিক পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি পরে জানানো হবে।
সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে।
পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি নির্ধারিত হলে তা যথাসময়ে কমিশনের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানানো হয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :