ফাইল ছবি
বাউল আবুল সরকারকে গ্রেপ্তারের পর থেকেই অনলাইন ও অফলাইনে সমালোচনার ঝড় উঠেছে। একই সুরে বাউলের মুক্তির দাবিতে একটি গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান।
গানটির শিরোনাম ‘বাউল তোমায় ভয় পেয়েছে তারা’। সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে এটি সায়ান নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। পাশাপাশি লাইভ রেকর্ড করা গানটি তিনি নিজের ফেসবুক ওয়ালেও শেয়ার করেছেন।
গানটিতে সায়ান লিখেছেন-‘বাউল তোমার ঘর পোড়ালো কারা/ বাউল তোমায় ভয় কেন পায় তারা’। গান প্রকাশের ক্যাপশনে তিনি আরও লিখেছেন, ‘মহারাজ আবুল সরকারের মুক্তি চাই’।
এর আগে বাউল শিল্পীদের ওপর হামলার বিচার এবং আবুল সরকারের মুক্তির দাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের আয়োজিত মিছিল-সমাবেশেও উপস্থিত ছিলেন সায়ান।
ফারজানা ওয়াহিদ সায়ান বরাবরই অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তিনি বিভিন্ন প্রতিবাদ মিছিলে সামনের সারিতে ছিলেন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও প্রতিক্রিয়া জানিয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :