শাকিব খানকে চলচ্চিত্র প্রযোজক সমিতির নোটিশ

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩, ০৪:১১ পিএম
শাকিব খানকে চলচ্চিত্র প্রযোজক সমিতির নোটিশ

ঢাকা: চিত্রনায়ক শাকিব খানকে নোটিশ দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। পেশাগত অবহেলার মাধ্যমে ‘অপারেশন অগ্নিপথ’ চলচ্চিত্রটির ক্ষতি সাধন-চলচ্চিত্রের শুটিং সম্পন্ন করতে অথবা  লগ্নিকৃত অর্থ ফিরিয়ে দিতে রাজি না হওয়া প্রসঙ্গে এ নোটিশ পাঠানো হয়েছে।

গত ১৬ মার্চ পাঠানো এ নোটিশ বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রকাশ্যে আসে।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির প্রশাসক, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নূরুল হক স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, আপনার (শাকিব খান) বিরুদ্ধে রহমত উল্যাহ ‘অপারেশন অগ্নিপথ’ চলচ্চিত্রটির শুটিং সিডিউল ভোগান্তি মর্মে অভিযোগ করেছেন। 

উক্ত অভিযোগের বিষয়ে পত্র পাওয়ার ৭ কর্মদিবসের মধ্যে আপনার বক্তব্য লিখিত ভাবে জানানোর অনুরোধ করা হলো।

এদিকে  প্রযোজক রহমত উল্লাহর বিরদ্ধে আদালতে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে মামলা করেন তিনি। এ দিন বেলা সোয়া ১১টার দিকে আদালতে যান শাকিব খান।

সোনালীনিউজ/আইএ

Link copied!