গোপালগঞ্জে রাতে কারফিউ, রোববার ১৪৪ ধারা

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৭:২৭ পিএম
গোপালগঞ্জে রাতে কারফিউ, রোববার ১৪৪ ধারা

ঢাকা: গোপালগঞ্জ জেলায় শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। একই সঙ্গে রোববার রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, সমগ্র গোপালগঞ্জ জেলায় ১৯ জুলাই রাত ৮টা থেকে ২০ জুলাই সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এরপর,  ২০ জুলাই সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ও পাবলিক পরীক্ষাসমূহ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এর আগে গত ১৭ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জে চলমান কারফিউ শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে। এদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হবে। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুনরায় কারফিউ কার্যকর থাকবে।

আইএ

Link copied!