পরীমনি কাণ্ড

ডিবি থেকে সরানো হয়েছে সাকলায়েনকে

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০২:৫০ পিএম
ডিবি থেকে সরানো হয়েছে সাকলায়েনকে

ফাইল ছবি

ঢাকা : পরীমনির সঙ্গে ‘সম্পর্ক’র অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েনকে তার ডিবির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শনিবার (৭ আগস্ট) ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রধান) এ কে এম হাফিজ আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বিষয়টি আমরা শুনেছি। যেহেতু একটি অভিযোগ এসেছে, তাকে আমরা আর ডিবিতে রাখছি না। এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি।'

আরও পড়ুন : পরীমণি কাণ্ড : প্রভাবশালীদের নিয়ে যা বললো সিআইডি

ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনারের (এডিসি) দায়িত্ব থেকে সাকলায়েনকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার। তিনি বলেন, মহানগর গোয়েন্দা বিভাগে কর্মরত এডিসি গোলাম সাকলায়েনকে ডিবি'র সকল কার্যক্রম থেকে নিবৃত্ত করা হয়েছে।

আরও পড়ুন : ডিবি কর্মকর্তার বাসায় ১৮ ঘণ্টা সময় কাটালেন পরীমনি, ফাঁস সিসিটিভির ফুটেজ

এ বিষয়ে পুলিশ সদর দপ্তর একটি তদন্ত করবে জানিয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘তদন্তের পর তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে কি না, এটা পরের বিষয়।’

অআরও পড়ুন : ‘পরীমনি-ডিবি কর্মকর্তার সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে’

এদিকে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, ‘পরীমনির সঙ্গে সাকলায়েনের যে অনৈতিক সম্পর্কের অভিযোগ এসেছে, তদন্ত করে সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে গোলাম সাকলাইনের ফোনে কল করা হলে আরেকজন ফোনটি ধরেন। তিনি বলেন, ‘তিনি (সাকলাইন) ছুটিতে আছেন। তার ফোনটি জমা দিয়ে গেছেন।’

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!